রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলের সাংবাদিক সাথী তালুকদার আর নেই

জেলা প্রতিনিধি,, নড়াইল
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ পিএম

শেয়ার করুন:

নড়াইলের সাংবাদিক সাথী তালুকদার আর নেই

নড়াইলের সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার (৬২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


বিজ্ঞাপন


সাংবাদিক সাথী তালুকদারের ছেলে অয়ন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অয়ন তালুকদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তার বাবা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। ওই রাতে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার সাড়ে ৯টায় নামাজে জানাজা শেষে তাকে শহরের আলাদাতপুরস্থ নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হবে।

সিনিয়র সাংবাদিক সাথী তালুকদারের মৃত্যুতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা শোক জানিয়েছেন।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর