কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের মরদেহ দেশে আসবে আজ রাতে। সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় রওনা হবে এবং বাংলাদেশ সময় সাড়ে ১০টায় ঢাকায় পৌছাবে।
ঢাকা থেকে কুমিল্লা পৌছানোর পর শুক্রবার সকাল ৯টা পর্যন্ত মরদেহ মেয়রের নগরের বাসভবনে রাখা হবে।
বিজ্ঞাপন
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
জুমার নামাজের পর কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মেয়রের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং নগরীর টমছমব্রিজী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরফানুল হক রিফাত বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মারা গেছেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে নগরজুড়ে।
বিজ্ঞাপন
গত রোববার বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত ৬ ডিসেম্বর অক্সিজেন সেচ্যুরেশন কমে যাওয়ায় মেয়র রিফাতকে ঢাকায় শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
প্রতিনিধি/এএস

