বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিভিন্ন বিভাগ,সামাজিক সংগঠন, ক্লাব ও বন্ধু সার্কেলদের বিভিন্ন অনুষ্ঠান ও পিকনিকে উচ্চশব্দে বক্সে গান বাজনো এখন একটি দৈনন্দিন বিষয়ে পরিণত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থানরত শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ ছাড়াও নামাজের সময় উচ্চশব্দে বক্স বাজানোর কারণে বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশে অবস্থানরত মসজিদের মুসল্লিদের সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থানরত শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এই বিষয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হেমন্ত ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অতি ছোট হওয়ায় এখানে অল্প শব্দ হলেও সেটি সব যায়গায় ছড়িয়ে পড়ে। হলে অনেক শিক্ষার্থী থাকে। এসময় যাদের অনেকেই রিডিং রুমে পড়াশোনায় ব্যাস্ত থাকে। তাদের জন্যে উচ্চশব্দে বক্স বাজানো খুবই বিরক্তিকর। এটা তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটায়।
তিনি আরও বলেন, তাছাড়া ক্যাম্পাসে যারা অবস্থান করে তাদের প্রতিদিনই এইরকম একটি উচ্চশব্দের পরিবেশের মধ্য দিয়ে যেতে হয়। যেটি তাদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এখানে সবাই আমরা একই পরিবারের সদস্য। কোনো কাজ করার সময় আমাদের সকলের অন্ততঃ এতটুকু হলেও ভাবা উচিত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী, সিএসই (আইসিটি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুছাব্বির হোসেন বলেন, আমি প্রায় সময় ক্যাম্পাসের মাসজিদে নামাজ পড়ি। ইদানীং ক্যাম্পাসে সন্ধ্যার পরে উচ্চ শব্দে মাইক বা বক্স বাজানো হয় অনেক রাত পর্যন্ত। এতে হলে যারা থাকেন তাদের পড়াশোনার প্রচুর সমস্যা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নামাজের সময় বক্স বাজানো হয়। সেটা চরম উচ্ছৃঙ্খলতা। নামাজের একটা নিদিষ্ট সময় দেওয়া আছে। যে সময়ে সবাই নামাজ পড়ে। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আরো অনেক আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন খুব দ্রুত প্রশাসনের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, এই বিষয়ে আমরা ভেবেছি। খুব দ্রুতই একটা সমধান আসবে। একাডেমিক কাউন্সিলে আলোচনার পর একটা সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

