গোপনে বিয়ে করেছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সম্প্রতি এ খবরটি বেশ শক্তভাবে ছড়িয়েছে। এবার বিষয়টি মুখ খুললেন লিজা। সংবাদমাধ্যমকে জানালেন গোপনে নয়, পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে বিয়ে হয়েছে তাদের।
তিনি বলেন, ‘অনেকেই বলছেন, আমরা গোপনে বিয়ে করেছি! এটা একেবারে ভুল। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। এটি ঘরোয়া আকারে হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার কথা ছিল। কিন্তু রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে আমরা আগামী বছর করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: গোপনে বিয়ে করেছেন সংগীতশিল্পী লিজা
লিজা আরও বলেন, ‘সবুজের বিচ্ছেদের পর তার সঙ্গে আমার যোগাযোগ হয়। আমরা আসলে প্রেমের প্রস্তাব দেওয়ার সুযোগও পাইনি। এরপর পরিবারকে জানিয়েছিলাম। দুই পরিবার বসে বিয়ে আয়োজনের সিদ্ধান্ত নেয়।’
এদিকে ২০১২ সালে ইকবাল মাহমুদ লাভলুর সঙ্গে বাগদান হয়েছিল লিজার। তবে তা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। বিষয়টি নিয়ে পরে লিজা জানিয়েছিলেন, ২০১৫ সালে তাদের বাগদান ভেঙে গেছে এবং যার সঙ্গে বাগদান হয়েছিল তিনিও বিয়ে করে ফেলেছেন।
২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সংগীতাঙ্গনে নাম লেখান লিজা। তারপর থেকে মিউজিক ইন্ডাস্ট্রিতে সরব বিচরণ তার। বর্তমানে লিজা ব্যস্ত আছেন একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে।

