শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাসা বদলের সময় খেয়াল রাখুন এই ৩ বিষয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

বাসা বদলের সময় খেয়াল রাখুন এই ৩ বিষয়

এই শহরে বাসা বদলানো বেশ ঝামেলার কাজ। চেনা পরিবেশ থেকে নতুন পরিবেশে কিংবা নতুন বাসায় যাওয়ার আগে করতে হয় দীর্ঘ পরিকল্পনা। তবুও অনেক ভুল হয়ে যায়। বাসা বদলানোর সময় সবচেয়ে বেশি চিন্তা হয় জিনিসপত্র নিয়ে। 

পুরো বাড়ির আসবাবপত্র, জামাকাপড়, বইপত্র— সব জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় সুরক্ষিতভাবে নেওয়া সহজ নয়। বাসা বদলানোর সময় সঠিক পরিকল্পনা না করলে অনেক জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। অনেকসময় জিনিসপত্র হারিয়েও যায়। 


বিজ্ঞাপন


home

বাড়ি বদলানোর সময় কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। এতে কম ঝক্কি পোহাতে হবে। চলুন বিস্তারিত জানা যাক- 

সময় নিন 

হুট করে বাসা বদলের সিদ্ধান্ত নেবেন না। এই গুরুত্বপূর্ণ কাজটি তাড়াহুড়ো করে করা উচিত নয়। অন্তত এক মাস সময় নিন। আস্তে ধীরে মালপত্র গোছান। শুরুতেই দরকারি কাগজপত্র এবং অন্যান্য জিনিস ব্যাগে ভরুন। কাচের জিনিসগুলো কাগজে মুড়িয়ে প্যাক করুন। সময় নিয়ে গোছগাছ করলে ঝামেলা কম হয়। 


বিজ্ঞাপন


home

বৈদ্যুতিক যন্ত্রপাতি খুলে নিন 

এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। বাসা ছাড়ার আগে একজন ইলেকট্রিক মিস্ত্রি এনে ফ্রিজ, এসিসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো খুলিয়ে নিন। শেষ মুহূর্তে নিজে এসব কাজ করতে গেলে ঝামেলা হয়। বিপদও ঘটতে পারে। যন্ত্রগুলো মিস্ত্রি দিয়ে খুলিয়ে ভালো করে প্যাক করে নিন। 

আসবাব তুলুন সাবধানে 

নতুন বাসায় আসবাব তোলার ক্ষেত্রে খেয়াল রাখুন যেন সেগুলোর কোনো ক্ষতি না হয়। চাইলে সব আসবাবের গায়ে কাপড় জড়িয়ে রাখতে পারেন। এতে ধুলো পড়বে না। অনাকাঙ্ক্ষিত দাগ থেকেও রক্ষা পাবে। 

home

সঠিক পরিকল্পনা করে, সময় নিয়ে বাসা বদলান। এতে ক্ষতি ও ঝামেলা দুটোই এড়ানো যাবে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর