শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিয়া পাখি কীভাবে মানুষের মতো কথা বলতে পারে? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

টিয়া পাখি কীভাবে মানুষের মতো কথা বলতে পারে? 

পোষা পাখির তালিকায় তোতা, ময়নার পাশাপাশি জনপ্রিয়তা আছে টিয়ার। হালকা সবুজ মানে টিয়া গায়ের গড়নের সঙ্গে টুকটুকে লাল ঠোঁট হওয়ায় দেখতে বেশ আদুরে লাগে এই পাখিকে। তবে টিয়া পোষার বড় কারণ হলো এটি মানুষের মতো কথা বলতে জানে।

কেউ যদি টিয়াপাখি পোষেন আর প্রতিদিন তাকে ভাষা শেখানোর চেষ্টা করেন, তবে কিছুদিনের মধ্যেই পাখিটি কিছু শব্দ বলতে পারবে। অন্য পাখিদের মধ্যে কিন্তু সচরাচর এমন গুণ দেখা যায় না। আর তাই মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, টিয়া পাখির মধ্যে এমন বিশেষ কী রয়েছে যে এটি মানুষের ভাষা অনুকরণ করতে পারে? 


বিজ্ঞাপন


tiya1

কয়েকশ বছর আগে, যখন প্রথম এমন কিছু ঘটেছিল তখন মানুষ একে অলৌকিক ঘটনা ভেবেছিল। কেউ কেউ এর সঙ্গে ঈশ্বরের যোগসূত্রও খুঁজে বের করতে চাচ্ছিলেন।

কিন্তু বিজ্ঞানের উন্নতিতে যন্ত্র ও প্রযুক্তির সাহায্যে মানুষ খুঁজে বের করতে পেরেছে এর পেছনের আসল কারণ। টিয়া পাখির মানুষের মতো কথা বলতে পারার পেছনেও আছে বিজ্ঞান। 

tiya2

বিজ্ঞানীরা টিয়া বা তোতাপাখির শরীর নিয়ে গবেষণা করে জানতে পারেন যে তাদের ঘাড়ে সিরিনক্স নামক একটি অঙ্গ রয়েছে যা তাদের শ্বাসনালিতে অবস্থিত। এই অঙ্গটির মাধ্যমেই তোতা বা টিয়া মানুষের মতো কথা বলতে পারে। 

গত ৩৪ বছর ধরে বিজ্ঞানীরা তোতাপাখির মস্তিষ্ক নিয়ে গবেষণা করছিলেন। এই গবেষণায় দেখা গেছে, তোতা বা টিয়াদের মস্তিষ্কের বাইরের বলয়ে উপস্থিত খোলস তাদের যেকোনো ভাষা শিখতে সাহায্য করে।

tiya3

মূলত প্রতিটি পাখির মস্তিষ্কের বাইরের বলয়ে এই খোলস থাকে। তবে টিয়া পাখির খোলস অন্যান্য পাখির তুলনায় অনেক বড়। এর মানে হলো, এই পাখি অন্য যেকোনো পাখির চেয়ে দ্রুত যেকোনো ভাষা শিখতে পারে, বুঝতে পারে এবং তা পুনরাবৃত্তি করতে পারে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর