বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি প্রতিদিন সভা-সমাবেশ, মিছিল করছে। তারপরেও তারা বলছে দেশে গণতন্ত্র নেই।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা ও পরবর্তী করণীয় ঠিক করতে যৌথসভা ডেকেছে বিএনপি।
সরকার নিজেদের লুটপাট অব্যাহত রেখে জনগণের পকেট কাটতেই বার বার বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে দাম বাড়াচ্ছে।
নেতাকর্মী ছাড়া জনগণ বিএনপির সঙ্গে না থাকায় তাদের আন্দোলনের দৈর্ঘ্য কমে প্রস্থ বাড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন- বিএনপি জনগণকে বার বার ধোঁকা দিয়েছে। তাদের আর জনগণ বিশ্বাস করে না।
নির্বাচনে বিএনপি কখনোই জনগণের সমর্থন পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বিএনপির নেতাদের দেশ পরিচালনার দক্ষতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভীত নড়বড়ে হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে দলটির গণপদযাত্রা শুরু হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর কমলাপুর এলাকায় জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা...
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর কমলাপুর এলাকায় জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা।
সরকার ও তার অনুগতদের দুর্নীতি, লুটপাটের কারণে বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে। এই পকেট কাটা সরকারের বিরুদ্ধে জনগণ আজ জেগে উঠেছে।
প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন।
দেশে আহলে হাদিস অনুসারীদের দুই কোটি ভোট রয়েছে, সেগুলো নিজের পকেটে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ।