শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বামী-স্ত্রীর ঘুমানোর বিছানায় নামাজ পড়া যাবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ০১:১২ পিএম

শেয়ার করুন:

স্বামী-স্ত্রীর ঘুমানোর বিছানায় নামাজ পড়া যাবে?

নামাজ এমন পবিত্র ও মহিমান্বিত ইবাদত, যা কেবল পবিত্র জায়গায় আদায় করার সুযোগ রয়েছে। (সূত্র: সুরা বাকারা: ১২৫; তিরমিজি: ১, ৩) নামাজের ১৩ ফরজের মধ্যে জায়গা পবিত্র হওয়া অন্যতম। অর্থাৎ জায়গা পবিত্র হওয়া নামাজ শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত।

মূলত পুরো জমিনই উম্মতে মুহাম্মদির জন্য নামাজের স্থান। শুধুমাত্র পাক হওয়া ও নামাজের প্রতিবন্ধক কিছু না থাকলেই হয়। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, রাসুল (স.) বলেছেন, আমার জন্য সমগ্র জমিনকে মসজিদ ও পবিত্রতা অর্জনের উপকরণ করে দেওয়া হয়েছে। আমার উম্মতের যে ব্যক্তি যেখানেই নামাজ পায়, সেখানেই নামাজ আদায় করবে।’ (নাসায়ি: ৭৩৬)


বিজ্ঞাপন


অতএব, যে জায়গায় নাপাকি রয়েছে, সেই জায়গায় নামাজ পড়া যাবে না। অন্যদিকে যদি কোনো ধরণের নাপাকি না থাকে, সেটি স্বামী-স্ত্রীর ঘুমানোর বিছানা হলেও সেখানে নামাজ পড়া যাবে। 

জেনে রাখা প্রয়োজন, তোষকের উপর নামাজ শুদ্ধ হওয়ার শর্ত রয়েছে। তা হলো- কপালকে শক্ত জায়গা পর্যন্ত চাপিয়ে নিতে হবে। যাতে চাপ দিলে আর নিচে না যায়, অন্যথায় নামাজ শুদ্ধ হবে না।

(রদ্দুল মুহতার: ১/৪৫৪, মাজমাউল আনহুর: ১/১৪৮, আহসানুল ফতোয়া: ৩/৪৩২, ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ৩/৩৫৩)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর