শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিজেকে নবীর গোলাম বলা যাবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৪, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

নিজেকে নবীর গোলাম বলা যাবে?

নিজেকে নবীজির গোলাম বলা জায়েজ কি না—জানার কৌতূহল রয়েছে অনেকের। আসলে গোলাম (غلام ) শব্দের আরবি প্রতিশব্দ হলো خادم (সেবক), عامل (কর্মচারী) প্রভৃতি। অতএব নবীর গোলাম বা পীরের গোলাম বা খাদেম, কর্মচারী, সেবক বলাতে কোনো আপত্তি নেই। মুসলিম শরিফের كتاب الالفاظ من الادب -এ বর্ণিত হয়েছে, নবীজি (স.) ইরশাদ করেছেন- لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ عَبْدِي وَأَمَتِي ‏.‏ كُلُّكُمْ عَبِيدُ اللَّهِ وَكُلُّ نِسَائِكُمْ إِمَاءُ اللَّهِ وَلَكِنْ لِيَقُلْ غُلاَمِي وَجَارِيَتِي وَفَتَاىَ وَفَتَاتِي অর্থ: তোমাদের কেউ عَبْدِي (আমার বান্দা) أَمَتِي (আমার বাঁদি, দাসী) বলবে না। কেননা তোমাদের প্রত্যেক পুরুষই আল্লাহর বান্দা (দাস) এবং তোমাদের প্রত্যেক মহিলাই আল্লাহর বাঁদি (দাসী)। বরং বলবে, غُلاَمِي -جَارِيَتِي -فَتَاىَ -فَتَاتِي (অর্থাৎ আমার বালক-কিশোর, আমার বালিকা-কিশোরী, আমার সেবক, আমার সেবিকা)। (সহিহ মুসলিম: ৫৬৭৮)

এখানে সরাসরি গোলাম শব্দটিই ব্যবহার হয়েছে এবং তা ব্যবহারের বৈধতাও দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নবীজিকে স্বপ্নে দেখার আমল

মুহাম্মদ ইবনু রাফি (রহ) হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহ) থেকে বর্ণিত, তিনি বলেন, এ হলো সেসব হাদিস, যা আবু হুরায়রা (রা.) রাসুলুল্লাহ (স.) থেকে আমাদের কাছে রেওয়ায়েত করেছেন। এ কথা বলে তিনি কয়েকখানি হাদিস উল্লেখ করেছেন। (সেসবের একখানি হল) রাসুলুল্লাহ (স.) আরও বলেছেন- لاَ يَقُلْ أَحَدُكُمُ اسْقِ رَبَّكَ أَطْعِمْ رَبَّكَ وَضِّئْ رَبَّكَ ‏.‏ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ رَبِّي ‏.‏ وَلْيَقُلْ سَيِّدِي مَوْلاَىَ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي ‏.‏ وَلْيَقُلْ فَتَاىَ فَتَاتِي غُلاَمِي অর্থ: ‘তোমাদের কেউ (মনিব সমন্ধে এভাবে) বলবে না যে, তোমার রবকে পান করাও, তোমার রবকে খাবার দাও, তোমার রবকে অজু করাও। তিনি আরও বলেন, ‘তোমাদের কেউ (নিজেও) বলেছেন, আমার রব বলবে না বরং বলবে আমার সায়্যিদ-সরদার বা নেতা, আমার মাওলা-মনিব। আর তোমাদের কেউ বলবে না, আমার বান্দা আমার বান্দি, বরং বলবে, আমার সেবক আমার সেবিকা।’ (সহিহ মুসলিম: ৫৬৮১)

অতএব, কেউ নিজেকে নবীজির গোলাম বললে তা জায়েজ আছে। একইভাবে খাদেম বা চাকর অর্থে কেউ নিজেকে পীরের গোলাম বললে তা-ও জায়েজ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর