শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ন্যান্সির ‘পরাণ বন্ধু’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

ন্যান্সির ‘পরাণ বন্ধু’

শ্রোতাদের নিজের কণ্ঠের মুগ্ধতায় বুঁদ করে রেখেছেন নাজমুন মুনিরা ন্যান্সি। সংগীতাঙ্গনে তিনি বিচরণ করছেন স্বমহিমায়। জনপ্রিয় এই গায়িকা এবার নতুন একটি গানে কণ্ঠ দিলেন।

গানটির শিরোনাম ‘পরাণ বন্ধু’। এর কথা লিখেছেন মামুন আফনান রুমী। সুর ও সংগীত করেছেন কাওসার খাঁন।


বিজ্ঞাপন


গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘গানটির কথাগুলো বেশ ভালো লেগেছে। আশা করি আমার শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’

Nancy

গীতিকার রুমী বলেন, ‘প্রথমবার ন্যান্সি আপুর জন্য গান লিখেছি। খুব ভালো লাগছে। তার সঙ্গে ডুয়েট গেয়েছে সফিক। গানটির সুরও দারুণ হয়েছে। রোমান্টিক-ফোক ঘরানার এই গানটি প্রকাশের পর আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

এই গানের সুরকার ও সংগীত পরিচালক কাওসার খাঁন বলেন, ‘কথার সঙ্গে মিল রেখে ভালো একটি সুর হয়েছে। ন্যান্সি আপুর কণ্ঠে এই গান শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’


বিজ্ঞাপন


জানা গেছে, ‘পরাণ বন্ধু’ শিরোনামের এই গানটি শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান এস ট্রাক মিউজিক লেবেল থেকে প্রকাশিত হবে।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর