মানবদেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের মতো চোখ-কানও আল্লাহর বড় নেয়ামতসমূহের অন্তর্ভুক্ত। দৃষ্টি ও শ্রবণশক্তিহীন মানুষই কেবল এর মর্যাদা অনুভব করতে পারেন। তাই এই দুই নেয়ামত ভালো রাখতে সাবধানতার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। কেননা চোখ ও কানের সুস্থতার জন্য দোয়ার উল্লেখ রয়েছে হাদিসে।
দোয়াটি হলো— َاللّهمَّ عَافِنِي فِي بَدَنِيْ اللَّهمَّ عَافِنِيْ فِي سَمْعِيْ اللَّهمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إلهَ إلَّا أنْت ‘আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাম-ই, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা।’ অর্থ: ‘হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। (আবু দাউদ: ৫০৯০)
বিজ্ঞাপন
আরও পড়ুন: ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া
আব্দুর রহমান ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান! আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি— ‘হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো ইলাহ নাই।’ তিনি বলেন, ‘আমি রাসুলুল্লাহ (স.)-কে এ বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি। সে জন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি।’ (আবু দাউদ: ৫০৯০)
উল্লেখ্য, চোখ ওঠা কিংবা চোখে কোনো ধরনের অসুবিধা দেখা দিলে যে দোয়া পড়তে হয়, সেটি হলো— اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيِّي ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ি, ওয়া মিন শাররি বাসারি, ওয়া মিন সাররি লিসানি, ওয়া মিন সাররি ক্বালবি, ওয়া মিন সাররি মানিয়্যি।’ অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার কাছে আমার কানের অপকারিতা, চোখের অপকারিতা, জবানের অপকারিতা, অন্তরের অপকারিতা এবং বীর্যের অপকারিতা থেকে আশ্রয় চাই। (আবু দাউদ: ১৫৫১)
বিজ্ঞাপন
আহমাদ শাকাল ইবনে হুমাইদ (রা.) বলেন, আমি বললাম- হে আল্লাহর রাসুল! আমাকে দোয়া শিখিয়ে দিন। তখন তিনি বললেন, ‘হে আল্লাহ! আমি তোমার কাছে আমার কানের অপকারিতা, চোখের অপকারিতা, জবানের অপকারিতা, অন্তরের অপকারিতা এবং বীর্যের অপকারিতা থেকে আশ্রয় চাই। (আবু দাউদ: ১৫৫১)
সুতরাং যাদের চোখে সমস্যা বা অসুস্থতা রয়েছে তারা শুধু এভাবে বলতে পারে যে, اَللَّهُمَّ اِنِّى اَعُوْذُبِكَ مِنْ شَرِّ بَصَرِىْ ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি বাসারি।’ অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার কাছে আমার চোখের অপকারিতা থেকে আশ্রয় চাই।’ আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির শেখানো দোয়াগুলো নিয়মিত পড়ার তাওফিক দান করুন। আমিন।

