শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আপনার ফোনের ডিসপ্লে কি বার্ন হয়ে যাচ্ছে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৩ এএম

শেয়ার করুন:

screen burn in

স্মার্টফোন পুরনো হয়ে গেলে ঘোলাটে হয়ে যায়। এছাড়াও ডিসপ্লেতে ছোট ছোট সাদা বিন্দু দেখা যায়। এগুলোই ডিসপ্লে বার্ন। কখনো কখনো ডিসপ্লেতে লম্বা সবুজ দাগও দেখা যায়। 

এই সমস্যার সমাধান করতে মেকানিকের কাছে যেতে হয়। কিংবা হ্যান্ডসেট নির্মাতা কোম্পানির নিজস্ব সার্ভিস সেন্টারে। যদি ওয়ারেন্টি থাকে তবে বিনাখরচে সারাই করার সুযোগ মেলে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফোনে ভাইরাস ঢুকেছে কিনা বোঝার উপায়

কিন্তু ডিসপ্লে এমন‌ও কিছু সমস্যা দেখা যায়, যেগুলো ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারেন। বিশেষত ফোনের ডিসপ্লে বার্ন-ইন হলে, সেটি কিছু ট্রিকের মাধ্যমে সহজেই ঠিক করা যায়। 

এই প্রতিবেদনে এইরকম‌ই কিছু ট্রিকের কথা বলা হয়েছে, যার মাধ্যমে ডিসপ্লে বার্ন-ইনের এর সমস্যা‌র সমাধান সহজেই করা যেতে পারে।

বহু সময় স্মার্টফোনের ডিসপ্লেতে নিজে থেকেই কিছু কালো ছোঁপ দেখা যায় এবং সেই স্পট গুলোতে স্ক্রিনের কালার‌ও স্পষ্ট দেখা যায় না। মোবাইল ডিসপ্লে‌তে এইরকম রঙ খারাপ হয়ে যাওই এবং স্ক্রিন ময়লা হয়ে যাওয়ার পরিস্থিতি‌কে স্ক্রিন বার্ন-ইন অথবা ঘোস্ট ইমেজ বলা হয়।


বিজ্ঞাপন


ফোন পুরনো হ‌ওয়া‌র সঙ্গে সঙ্গে ডিসপ্লের কালার‌ও বিগড়ে যায়। আগের মতো টেক্সট এবং আইকনগুলো পরিস্কার দেখা যায় না। রঙ ঘোলাটে হয়ে যায় এবং মনে হয় ফোনের স্ক্রিনের ভেতরে কোনো দাগ হয়ে গেছে।

burn_in

কীভাবে হয় ফোনে স্ক্রিন বার্ন-ইন?

স্ক্রিন বার্ন-ইন হলে ফোন ডিসপ্লে‌র কালার বিগড়ে যায় এবং পিকচার কোয়ালিটির ঘোলাটে ভাব কোনো বাইরের আঘাতের জন্য অথবা খারাপ হ‌ওয়া‌র কারণ না বরং ফোনের ইন্টারনাল ইস‍্যুর কারণই হয়। এই সমস্যার কারণ আমাদের ফোন ব‍্যবহারের পদ্ধতিতে প্রভাব পড়ে। স্ক্রিন বার্ন-ইনের সমস্যা প্রধানত তখন শুরু হয় যখন কোনো এরকম গ্রাফিক্স, ওয়ালপেপার অথবা অ্যাপ টুল দীর্ঘ সময় পর্যন্ত ফোনে ওপেন থেকে যায়, যেটি নিজের স্থান পরিবর্তন করে না এবং মুভ‌ও করে না।

উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, যদি ফোনে কখনও একটি থিম কয়েক মাস পর্যন্ত সেট করা থাকে, তাহলে সেই থিমের টেক্সট এবং কালার ফোন স্ক্রিনে নিজের ছায়া অথবা ছাপ ছাড়তে শুরু করে দেয়। ট্রান্সপারেন্ট ডিসপ্লে‌তে এই কালার, টেক্সট এবং আইকন দীর্ঘ সময় থেকে যায় এবং ফোনে বহু অ্যাপ অথবা উইন্ডো ওপেন করার পরেও স্ক্রিনের পিছনের দিকে এই রঙ অথবা আইকনের ছাপ ঘোলাটে শেপে দেখা যায়। অর্থাৎ কোনো একটি স্থির ফোটো অথবা থীমের দীর্ঘ সময় পর্যন্ত ব‍্যবহার করা এই স্ক্রিন বার্ন-ইনের সবচেয়ে বড় কারণ।

স্ক্রিন বার্ন-ইনের প্রধান কারণ

স্ক্রিন ওয়ালপেপার
নোটিফিকেশন বার
নেভিগেশন বার
স্ক্রিন টেক্সট
টাইম ওয়াচ
ক‍্যালেন্ডার

এই টুলস এবং অ্যাপসগুলো ফোনে স্ক্রিন বার্ন-ইন হ‌ওয়া‌র প্রধান কারণ। যদি স্মার্টফোনে একটি ওয়ালপেপার দীর্ঘ সময় পর্যন্ত ব‍্যবহার করা হয়, তাহলে সেই ওয়ালপেপারে থাকা ইমেজ এবং কালার ফোন ডিসপ্লে‌তে ছাপ ছাড়তে শুরু করে। এইভাবেই ডিসপ্লে‌র উপরের নোটিফিকেশন বার এবং নিচের নেভিগেশন বার সর্বদাই একটি পজিশনে থাকে এবং স্ক্রিনে নিজের প্রভাব দেখাতে শুরু করে। 

আবার লক স্ক্রিনে সেট করা ঘড়ি, ক‍্যালেন্ডার এবং স্ক্রিন টেক্সট‌ও স্ক্রিন বার্ন ইনের ফলে ফ‍্যাকচার হয়ে যায়।

burn_in_2

স্ক্রিন বার্ন-ইন ঠেকাতে করণীয়

১. মোবাইল ফোনে স্ক্রিন বার্ন-ইন থেকে বাঁচার প্রথম স্টেপ হলো মোবাইল ফোনে কোনো ওয়ালপেপার অথবা ব‍্যাকগ্রাউন্ড ইমেজের ব‍্যবহার দীর্ঘ সময় পর্যন্ত না করা। কিছু দিন বাদে বাদে বদলাতে থাকবেন।

২.ফোনের ওয়ালপেপারে থিমের সীমিত ব‍্যবহার‌ও এই সমস্যা‌র থেকে বাঁচার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিছুদিন পরে পরে স্মার্টফোনের বদলাতে থাকুন, যার ফলে থিমসহ অন‍্যান‍্য টুলস‌ও যেনো সমান না থাকে।

৩. ফোনে থাকা অ্যাপ আইকনের শেপ এবং সেগুলোর টেক্সট সাইজ‌ও চেঞ্জ করতে থাকুন। স্টাইল এবং শেপ পাল্টানোর ফলে এটি স্ক্রিন বার্ন-ইনের কারণ হয়ে উঠতে পারে না। এর সাথেই অ্যাপ শর্টকাটের আইকনের জায়গাও বদলাতে থাকে।

৪. ফোনের ব্রাইটনেস লেভেল কখনোই হাই রাখবেন না। সবচেয়ে ভালো হয় ব্রাইটনেস লেভেল সব সময় অটোতে রাখুন। যাতে সেটি নিজে থেকে‌ই পাল্টাতে পারে।

৫. স্ক্রিন বার্ন ইনের সমস্যা অলওয়েজ অন ডিসপ্লেতে বেশি দেখা যায়। এটি স্মার্টফোনের কিছু টুলসকে সর্বদা এক জায়গায়‌ই দেখাতে থাকে এবং তারপরে নিজের ঘোস্ট ইমেজের ছাপ ছেড়ে যায়। নিজের ফোনে অল‌ওয়েজ অন ডিসপ্লে ফিচার‌টিকে বন্ধ করে দেওয়া‌ই ভালো হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর