পিক্সেল ৭ সিরিজের নতুন দুই ফোন আনল গুগল। এগুলো হলো-গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো। পিক্সেল ৬ সিরিজের তুলনায় ভালো মানের ক্যামেরা ব্যবহৃত হয়েছে পিক্সেল ৭ সিরিজে। তবে ডিজাইনের ক্ষেত্রে গুগল পিক্সেল ৬ সিরিজের সঙ্গে মিল রয়েছে গুগল পিক্সেল ৭ সিরিজের।
নতুন স্মার্টফোনের পাশাপাশি এই প্রথম স্মার্টওয়াচও এনেছে গুগল।
বিজ্ঞাপন
গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনে রয়েছে সংস্থার নিজস্ব টেনসর জি২ চিপসেট।
গুগল পিক্সেল ৭ ফোনের দাম ৫৯৯ ডলার। ৮ জিবি ভ্যারিয়েন্টের এই দাম ধার্য করা হয়েছে। অন্যদিকে গুগল পিক্সেল ৭ প্রো ফোনের দাম ৮৯৯ ডলার।
গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো ফোন পাওয়া যাবে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজসহ।
গুগল পিক্সেল ৭ ফোনে রয়েছে একটি ৬.৩ ইঞ্চির ওলিড ডিসপ্লে। সেখানে রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট মিলবে।
বিজ্ঞাপন
এই ফোনে রয়েছে গুগলের টেনসর জি২ চিপসেট। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার রয়েছে। তার সঙ্গে ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ১১ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেলফি স্ন্যাপার। গুগল পিক্সেল ৭ ফোনে রয়েছে ৪২৭০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার।
গুগল পিক্সেল ৭ প্রো ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির এলটিপিও ডিসপ্লে। এই স্ক্রিনে রয়েছে কিউএইচডি প্লাস রেজুলেশন আর রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট।
এই ফোনেও রয়েছে গুগলের টেনসর জি২ চিপসেট এবং তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র্যাম। গুগল পিক্সেল ৭ প্রো ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেন্সর। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনেও রয়েছে একটি ১১ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়্যারলেস চার্জিং অপশনও রয়েছে এই ফোনে।
এজেড

